Why career Planning Seminar ?
কেবলমাত্র পুঁথিগত বিদ্যা Career গড়ার জন্য তোমাকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না । ২-৩% সরকারি চাকরি বাদ দিলে ৯৭-৯৮% বেসরকারি চাকরির বাজারে তোমার যোগ্যতাই তোমার মাপকাঠি। তাই সঠিক Career Course কেমন হবে ? কি করলে কি পাওয়া যাবে, জানতে হবে তার সঠিক তথ্য।
কত টাকা খরচ বা কেমন হবে পরিকল্পনা সবই জানতে হবে । চাকরি না ব্যবসা ?
কত টাকা চাই জীবনে ? তার জন্য কত টাকা খরচ বা বিনিয়োগ করবে ? কে দেবে টাকা ? যদি গরিব বা নিম্নবিত্ত হও ? তাহলে সমাধান ? ধনী লোকেরা English Medium- এ যাচ্ছে । মেধাবীরা যাচ্ছে B.Tech, BCA, MCA, BBA বা MBA করতে । খরচ মাত্র ৩-১০ লক্ষ, মাইনে মাসে 20 হাজার থেকে ৫- ১০ লক্ষ । তুমি কোন দলে ? তুমি কি করবে ? কি করতে পারো ?
Computer কিন্তু সমস্ত পৃথিবীতে এক নম্বর Career Choice. BCA, B.Tech, MCA, M.Tech না করেও বা সাধারণভাবে গ্রাজুয়েশন হয়ে বা করতে তিন বা চার বছর নষ্ট না করে কিভাবে যুক্তিপূর্ণ টাকা খরচ করে সফল কম্পিউটার প্রফেশনাল হওয়া যায় সবই জেনে নিতে পারো অভিজ্ঞ কম্পিউটার প্রফেশনাল দের থেকে। এই উদ্দেশ্যে আমাদের যুব কম্পিউটার সেন্টার এর সমস্ত ছাত্র-ছাত্রীরা বিনা খরচে এরকম দুটো সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ নিতে পারে। একটি শুধু ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্যটি অভিভাবকদের সাথে নিয়ে।
তাই আমাদের সেন্টারে ভর্তি হওয়ার পরেই যারা চাকরি করতে চায় তারা এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য নাম লেখাবে।
আমরা বোঝাবো কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ না করেও সফল কম্পিউটার Career করা যায়।